বিপ্লবের মধ্য দিয়েই সৃষ্টি হয়েছে আজকের পৃথিবী। যুগে যুগে যত বিপ্লব পৃথিবীতে এসেছে তার পেছনে ছিল কোন না কোন বজ্রকন্ঠের ডাক। সে বজ্রকন্ঠ কখনও ছিল প্রতিবাদের ভাষা, কখনও বা যুগিয়েছে মুক্তির প্রেরণা। বিপ্লব কখনও ভুলে যাবার নয়, ভুলে যাবার নয় বিপ্লবের পেছনের বজ্রকন্ঠের নেতৃত্বও। যুগে যুগে বিপ্লবী নেতৃত্বের প্রতীক হয়ে থাকা সেই বজ্রকন্ঠের ভাষণগুলো আরেকবার নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। ম্যাপ থেকে দেখে নিন পৃথিবীর বিপ্লবী সেরা ৭ টি ভাষণ ও জেনে নিন তার পেছনের গল্পগুলো।

বিপ্লবী ৭ টি ভাষণ দেখতে ম্যাপে ক্লিক করুন

ভাষণটি প্রায় ১৯ মিনিট স্থায়ী হয় এবং শেষ হয় তাঁর বিখ্যাত "এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম” কথাটি দিয়েই।

পাকিস্তান সরকার ১৯৭১ সালের ৭ মার্চ রেডিও ও টেলিভিশনের মাধ্যমে ভাষণটি সরাসরি সম্প্রচারের অনুমতি দেয়নি। বাঁধা সত্ত্বেও এএইচএম সালাহউদ্দিন যিনি পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিল্ম কর্পোরেশন (পিআইএফসি) এর তৎকালীন চেয়ারম্যান ছিলেন এবং এম আবুল খায়ের, তৎকালীন জাতীয় পরিষদের সদস্য, বক্তৃতার ভিডিও এবং অডিও রেকর্ড করার ব্যবস্থা করেছিলেন। পরবর্তিতে ভারতীয় রেকর্ড লেবেল এইচএমভি রেকর্ডস সারা বিশ্বে অডিওটির ৩০০০ কপি বিতরণ করেছিল।

ভাষণটি বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্যের তালিকা ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে সংগৃহীত রয়েছে। ইরিনা বোকোভা, ইউনেস্কোর মহাপরিচালক প্যারিসে ৩০ অক্টোবর ২০১৭-এ তার সদর দফতরে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

ভাষণে তিনি ২৫ মার্চ জাতীয় পরিষদে যোগদানের জন্য চারটি শর্ত উল্লেখ করেছিলেন:
  • সামরিক আইন অবিলম্বে প্রত্যাহার
  • অবিলম্বে সমস্ত সামরিক কর্মীদের তাদের ব্যারাকে প্রত্যাহার
  • জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর
  • সংঘর্ষের সময় প্রাণহানির সঠিক তদন্ত

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের পঞ্চম তফসিলে ভাষণটি যুক্ত করা হয়।

ভাষণটি জ্যাকব এফ ফিল্ডের “উই শ্যাল ফাইট অন দ্য বিচেস: দ্য স্পিচস দ্যাট ইন্সপায়ারড হিস্ট্রি” বইতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি সর্বপ্রথম তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদের ডকুমেন্টারি ফিল্ম “মুক্তির গান” (The song of Freedom) এ ব্যবহৃত হয়, যেখানে বক্তৃতার একটি ভিডিও দিয়েই ডকুমেন্টারি টি শুরু হয়।